• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কিংসদের বড় লক্ষ্য ছুড়ে দিল ডায়নামাইটস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯
ছবি- সংগৃহীত

বিপিএলের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ। অভিষেকেই প্রতিপক্ষ নিজের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজশাহী কিংস অধিনায়কের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি তারুণ্যে গড়া রাজশাহী কিংস আর অভিজ্ঞ তারকায় ঠাসা ঢাকা ডায়নামাইটস।

টসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু ডাকাই দুই ওপেনার হজরতুল্লাহ জাযাই আর সুনীল নারিনের। উদ্বোধনী জুটিতে দুজন মিলে করেন ১০ ওভার ৪ বলে ১১৬ রান।

আফগান ব্যাটসম্যান হযরতুল্লাহ খেলেন ৪১ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি চার আর ৭টি ছয়।

আরেক ওপেনার সুনীল নারিনও রান তুলেন দ্রুত। তার ব্যাটে আসে ২৮ বলে ৩৮ রান। ছিল ৪টি চার আর দুটি ছয়।

এই দুই ওপেনারের বিদায়ের পর থেমে যায় রানের গতি। কাইরন পোলার্ড করেন ৩ রান, ঢাকাই অধিনায়ক সাকিব করেন ৭ বলে ২ রান, সোহানের ব্যাটে আসে ১ রান।

কিংস অধিনায়ক মিরাজ আর আলাউদ্দিন বাবু কিছুটা খরুচে হলেও আরাফাত সানি আর হাফিজ মিলে টেনে ধরেন রানের লাগাম।

১৫.২ ওভারের সময় ১৩৬ রানে ৫ উইকেট হারালেও শেষদিকে আন্দ্রে রাসেলের ১৯ বলে ২১ আর শুভাগত হোমের ১৪ বলে ৩৮ রানে ভর করে ২০ ওভারে ঢাকার সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।

রাজশাহী কিংসের হয়ে আরাফাত সানি নেন সর্বোচ্চ ২ উইকেট। ১ উইকেট করে নেন মেহেদী মিরাজ, কায়েস আহমেদ ও মোহাম্মদ হাফিজ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh