• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ক্রিকেটার চামেলী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ২২:০১

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ২০১১ পর্যন্ত খেলেছেন। ক্রিকেট ছাড়া ফুটবল ও অ্যাথলেটিক্সের মাঠেও নিয়মিত দেখা যেত চামেলী খাতুনকে। ২০১০ সালে এশিয়া কাপে রানার আপ হয় বাংলাদেশের। এ দলের হয়ে মাঠ মাতান চামেলী। কিন্তু ওই বছর লিগামেন্ট ছিঁড়ে যায়। পাশাপাশি মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে বছরের পর বছর মুমূর্ষু অবস্থায় কাটাতে হয় এই অলরাউন্ডারকে। বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হবার পর রাজশাহীর এই কীর্তি সন্তানের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে অস্ত্রোপচার শেষে বুধবার সকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

চামেলী জানান, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ছয়মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপরই তিনি আবারও মাঠে ফিরতে চান। তার চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

চামেলী বলেন, সবার সার্বিক সহযোগিতায় নতুনভাবে জীবন ফিরে পেলাম। না হলে ব্যয়বহুল এ চিকিৎসা করা সম্ভব হতো না।

গেল ২৬ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চামেলীর ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার হয়। দুদিন হাসপাতালে অবজারভেশেনে থাকার পর ড্রেসিংসহ অন্যান্য চিকিৎসার জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত থাকতে হয় তাকে।

৮ ডিসেম্বর ওই হাসপাতালে সেলাই কাটার কথা থাকলেও অপারেশন স্থানের সার্বিক বিবেচনা করে আগামী ২২ ডিসেম্বর সেলাই কাটার পরামর্শ দেয়া হয়েছে তাকে। স্থানীয় হাসপাতালেই তা কাটা হবে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh