• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

প্রথম সেশনে তাইজুলের আঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ নভেম্বর ২০১৮, ১১:৩৬

দুইদিন মিলে ১৬০ ওভার ব্যাটিং করে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক বাংলাদেশ। মুমিনুল হকের শতক আর মুশফিকুর রহিমের ইতিহাস গড়া দ্বিশতক। সব মিলে সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশের দিকেই যে আছে সেটা আপাতত স্পষ্ট।

গতকাল দ্বিতীয় দিনের শেষ সেশনের আগে ইনিংস ঘোষণা দিয়ে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সফরকারীদের দুই ওপেনার দেখেশুনে শুরু করলেও ইনিংসের ১৫ ওভারের সময় হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান তাইজুল ইসলাম। ৪৪ বলে ১৪ রান করে ক্যাচ দেন মেহেদী মিরাজের হাতে। প্রথম দিন শেষ ১ উইকেটে ২০ রান।

আজ ম্যাচের তৃতীয় দিনের শুরুটাও দেখেশুনে খেলতে শুরু করে ব্রায়ান চারি আর ডোনাল্ড তিরিপানো।

এদিন সকালেও সেই তাইজুলের আঘাত। ৪৬ বলে ৮ রান করা তিরিপানোকে ফেরান স্লিপে ক্যাচের ফাঁদে ফেলে।

দিনের শুরুতে উইকেট গেলেও ধাক্কাটা কাটিয়ে উঠার চেষ্টায় আরেক ওপেনার ব্রায়ান চারি ও ব্রেন্ডন টেইলর।

চারি এরইমধ্যে পূর্ণ করেছেন অর্ধশত রান। টেইলরও এগোচ্ছেন ধীরে।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪১ ওভারে ২ উইকেটে ৯৬ রান।

আরও পড়ুন :

এমআর/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
X
Fresh