DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

চামেলির চিকিৎসা দেশেই সম্ভব

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৪ নভেম্বর ২০১৮, ২২:১১
মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার চামেলি খাতুনের চিকিৎসা দেশেই দেয়া সম্ভব।

প্রাথমিকভাবে চামেলির লিগামেন্ট ও স্পাইনের সমস্যাজনিত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এমআরআই, সিটিস্ক্যান এবং আরও অন্যান্য রিপোর্ট করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এর আট সদস্যের মেডিকেল বোর্ড তার প্রতিটি মেডিকেল রিপোর্ট দেখেছেন। মেডিকেল বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তার যে শারীরিক সমস্যা সেটা দেশেই চিকিৎসা সম্ভব। আরটিভি অনলাইনকে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের সহকারী পরিচালক জয়নুদ্দিন আহমেদ।

পঙ্গু হাসপাতাল সূত্রে জানা যায়, তার দীর্ঘদিন চিকিৎসা না হওয়ায় নার্ভ এবং অন্যান্য অঙ্গ অকেজো হয়ে পড়েছে। চিকিৎসা দিলেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এরমধ্যে ফিজিওথেরাপিস্ট দিয়ে চামেলির চিকিৎসা শুরু হয়েছে। এখন যে অবস্থায় আছেন তাতে দেশেই চিকিৎসা সম্ভব।

বর্তমানে চামেলির যে সমস্যাগুলো আছে আরও আগে আসলে সেই সমস্যাগুলো নাও হতে পারত।

 

আরসি/ জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়