• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

শেষ হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৮, ২২:২৩

বিশ্বকাপ যদি হয় জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় আসর তবে চ্যাম্পিয়নস লিগ হলো ক্লাব ফুটবলের সেই বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের কাছে চ্যাম্পিয়নস লিগ অন্য এক আকর্ষণের নাম।

বিশ্বের সকল বড় বড় ক্লাবের অংশগ্রহণের এই আয়োজনের হয়তো ইতি ঘটতে যাচ্ছে আগামী ৩ বছরের মধ্যে। ২০২১ সালেই চ্যাম্পিয়নস লিগের পরিবর্তে আয়োজন হতে পারে ইউরোপিয়ান সুপার লিগ এমনটাই জানিয়েছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'ফুটবল লিকস'।

এই পরিকল্পনা করেন যুক্তরাষ্ট্রের চার্লি স্টিলিটানো। এই স্টিলিটানোই যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাবগুলোর সঙ্গে ইউরোপের বিভিন্ন ক্লাবের প্রীতি ম্যাচের আয়োজন করেন।

মূলত ইউরোপের বড় ক্লাব গুলো আরও বড় এবং অর্থবান হওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত হবে অপেক্ষাকৃত ছোট ক্লাবগুলো।

আর এই প্রস্তাবে রাজি হয়ে স্বাক্ষরও দিয়েছে ইউরোপের বড় ১১টি ক্লাব। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি, জার্মান লিগের বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান লিগের জুভেন্টাস আর এসই মিলান, ফরাসি লিগের প্যারিস সেইন্ট জার্মেইএর সঙ্গে আরও ৫টি ক্লাব মিলে আয়োজন হবে ইউরোপিয়ান সুপার লিগ। বাকি ৫ ক্লাব হতে পারে বুরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, এএস রোমা, অলিম্পিক মার্শেই, অ্যাটলেটিকো মাদ্রিদ।

এই প্রতিযোগিতার ফরমেট হবে দুই ধাপের। প্রথমটি প্রাথমিক ধাপ, যেখানে দলগুলোকে আলাদা গ্রুপে ভাগ করা হবে। এরপরের রাউন্ড হবে এলিমিনেটর। তার সঙ্গে ইউরোপিয়ান সুপার লিগে সেকেন্ড ডিভিশনও থাকবে। যেখান থেকে সেরা দল বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে পারবে।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে উয়েফা কি পদক্ষেপ দেয় সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন :

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh