• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডকে ২ রানে হারাল পাকিস্তান

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০১৮, ১০:৩৭

৬ বলে প্রয়োজন ১৭ রান। বল হাতে তরুণ শাহিন আফ্রিদি। এক রান নিয়ে প্রান্ত বদল করলেন অভিজ্ঞ রস টেইলর। স্ট্রাইকে টিম সাউদি। ফাইন লেগে ঠেলে দিয়ে তুলে নিলেন বাউন্ডারি। জমে উঠলো খেলা। চার বলে দরকার আরও ১২ রান। তবে এ যাত্রায় পাড় পেয়ে গেল পাকিস্তান দল। পরের তিন বলে পেসার আফ্রিদি দিয়েছেন ১+২+২= ৫ রান। শেষ বলে প্রয়োজন ছিল সাত রানের। ২৫ বলে ৩৮ রান করা টেইলর উঠিয়ে মেরেছিলেন। তবে এটি চার হলো। মাত্র দুই রানে হারতে হলো নিউজিল্যান্ডকে। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ১-০তে এগিয়ে গেল সরফরাজ আহমেদের দল। এ নিয়ে ছোট ফরম্যাটে টানা সাত জয় পেল শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজরা।

বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। আসিফ আলীর ২৫, হাফিজের ৪৫ আর সরফরাজের ৩৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে গ্রিন আর্মি। কিউইদের হয়ে দুটি উইকেট নেন অ্যাডাম মিলনে। একটি করে উইকেট শিকার করেন আজাজ পাটেল, কলিন ডি গ্র্যান্ডহোম এবং ইশ সোধি।

ওপেনার কলিন মুনরোর ৪২ বলে ৫৮ আর মিডল অর্ডার রস টেইলরের ২৬ বলে ৪২ রানও শেষ পর্যন্ত জয়ের প্রান্তে পৌঁছে দিতে পারেনি ব্ল্যাকক্যাপসদের।

পাকিস্তানের জার্সিতে হাসান আলী তিনটি উইকেট লাভ করেন। এছাড়া ইমাদ ওয়াসিম ও শাদাব খান তুলে নেন একটি করে উইকেট।

শুক্রবার ২ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
টিভিতে আজকের খেলা
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
X
Fresh