• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৬, ১৭:০৩

সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে উঠলো বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বার এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো লাল-সবুজের দল।

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচে প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৬ মিনিট। ওই সময় মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে জিমি-চয়নরা। ম্যাচের ৩৭ মিনিটে স্কোর ৩-০ করেন রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে ৪র্থ গোল করেন মামুনুর রহমান চয়ন। ৫০ মিনিটে ৫ম গোল আসে পুস্কর খীসা মিমোর স্টিক থেকে। ৫৫ মিনিটে করেন ৬ষ্ঠ গোল করেন কৃষ্ণ কুমার। আর ৬৬ ও ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৭ম ও ৮ম গোল করেন যথাক্রমে তরুণ ডিফেন্ডার আশরাফুল ইসলাম। এরই সঙ্গে ৮-০ ব্যবধানের বড় জয়ে ফাইনালে ওঠার আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গেলো ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করেন আশরাফুল।

রোববার ফাইনালে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা ও হংকংয়ের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh