• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৮, ১৯:০৭

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে দিবারাত্রির এই ম্যাচ। আজ দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন দুই অধিনায়ক। তুলে ধরেন নিজেদের দল আর পরিকল্পনার কথা।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা তাঁর পরিকল্পনা বলে যাওয়ার পর আসেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

সংবাদ সম্মেলনে এসে মাসাকাদজা সমীহ করেন বদলে যাওয়া বাংলাদেশকে। যে বাংলাদেশকে একসময় নিয়মিত হারাতো জিম্বাবুয়ে সে বাংলাদেশ এখন বলে কয়ে হারায় তাদের।

৬৯ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ৪১ ম্যাচে। তবুও আজ সংবাদ সম্মেলনে এগিয়ে রাখলেন নিজেদের।

‘গত কয়েক বছরে বাংলাদেশ বেশ উন্নতি করেছে। ঘরের মাঠে তারা দুর্দান্ত খেলে আসছে। আমরাও এই দলটার সঙ্গে অনেক খেলেছি। তাছাড়া এখানকার কন্ডিশনও আমাদের পরিচিত। আমি বলব, সব মিলে আমরা এগিয়ে থাকব।’

এগিয়ে থাকারও কারণ ব্যাখ্যা করেছেন মাসাকাদজা। তাদের বর্তমান দলের বেশিরভাগ খেলোয়াড়ই খেলে থাকেন বাংলাদেশের ঘরোয়া লিগে।

এ নিয়ে মাসাকাদজা বলেন, এই দলের ৬ জন ক্রিকেটার বাংলাদেশের লিগে নিয়মিত খেলে থাকেন। তাছাড়া সিকান্দার রাজাও ফিরেছে দলে। দলটা এখন অনেকটা শক্তিশালী। অভিজ্ঞদের দলের পাওয়াটা আমাদের জন্য ইতিবাচক দিক।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh