• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির টোটকায় এশিয়া কাপে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬

গোটা টুর্নামেন্ট জুড়েই যা নিয়ে হাঁসফাঁস চলছিল ফাইনালে এসে সেই ভুল ভাঙলো বাংলাদেশ। তামিম-লিটন জুটিতে প্রথম ম্যাচ। এরপর লিটন-শান্ত জুটিতে চলছিল তিন ম্যাচে। এই জুটিও পারলো না। পরে লিটনের সঙ্গে ওপেনে সৌম্য সরকার। তাতেও একই অবস্থা।

দলের ওপেনাররা যখন একের পর এক ব্যার্থতার পরিচয় দিয়ে যাচ্ছে তখন ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেই দেখা গেলো অনেক বড় চমক।

লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ। এ স্বপ্ন নয় তো!

আপাতত এটা বাস্তবেই ঘটছে।

এই দুইয়ের ওপেনিং জুটিতে এখন পর্যন্ত এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান। ভাবা যায়? কি আশ্চর্যের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন-তামিমের জুটি থেকে এসেছিল মাত্র ১ রান।

পরের ম্যাচে আফগানিস্তান ম্যাচে লিটন-শান্ত জুটি থেকে এসেছিল ১৫ রান।

সুপার ফোর পর্বে একই জুটি থেকে ১৫ রান। পরের ম্যাচেও সেই জুটি থেকে এসেছিল ১৬ রান।

পাকিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে লিটন-সৌম্য মিলে করেছিলেন ৫ রান।

এই হলো গত পাঁচ ম্যাচের ওপেনিং জুটির বর্ণনা।

এইসব নিয়ে যখন ত্যক্ত-বিরক্ত তখন অধিনায়কের বুদ্ধিতে পরিবর্তন আসলো ওপেনিং জুটিতে।

গতকাল মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ওপেনিংয়ে এমন কাউকে আনা হবে যে কি না আগে কখনোই ওপেনিংয়ে ব্যাটিং করেনি।

যা কথা তাই কাজ। আজ লিটন দাসের সাথে মিরাজ। এই জুটি মিলে এখন পর্যন্ত করেছে টুর্নামেন্টে বাংলাদেশের ওপেনিংয়ে সর্বোচ্চ রান।

লিটনের অর্ধশত রান আর মিরাজের স্থির ব্যাটিং। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রানের অংক।

আরও পড়ুন :

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh