logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

শাহরুখের গান দিয়ে এশিয়ান গেমসের সমাপ্তি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩ | আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩
প্রায় দুই সপ্তাহ ধরে চলা এশিয়ার গেমসরে পর্দা নেমেছে। রোববার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গেলোরা বাং কারনো স্টেডিয়ামে বৃষ্টিভেজা সন্ধ্যায় এশিয়াডকে বিদায় জানানো হয়৷ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি টমাস বাখের উপস্থিতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট শেখ আহমেদ আল-ফাহাদ এশিয়ান গেমসের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেও মন খারাপ জাকার্তা-পালেমবাংয়ের৷

সমাপনী ভাষণে শেখ আহমেদ বলেন, ধন্যবাদ জাকার্তা, ধন্যবাদ পালেমবাং৷ তোমরা করে দেখিয়েছ৷ আজ আকাশ কাঁদছে, কারণ তোমাদের সুন্দর দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে বলে আজ আমাদের মন খারাপ৷ আমরা ফিরে যাচ্ছি অবিস্মরণীয় সব স্মৃতি নিয়ে৷ আমরা কখনও তোমাদের ভুলব না৷ তোমরা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে৷

-------------------------------------------------------
আরও পড়ুন : লুকাকুর নৈপুণ্যে জয়ে ফিরলো ম্যানইউ
-------------------------------------------------------

এশিয়ান গেমসের সাফল্যে উৎসাহিত হয়ে ইন্দোনেশিয়া ২০৩২ অলিম্পিক আয়োজনের দাবি জানাবে বলে প্রতিশ্রুতি দেয়৷ ২০২০, ২০২৪ ও ২০২৮ অলিম্পিকের আয়োজক শহর এরইমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে৷ যথাক্রমে টোকিও, প্যারিস ও লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হবে পরবর্তী তিনটি সামার অলিম্পিক৷

এশিয়ান গেমসের পরেরবারের আসর বসছে চীনের হ্যাংঝাউয়ে। আর তাই চাইনিজদের পক্ষ থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন সমাপ্তি অনুষ্ঠানে। দুরন্ত অ্যারোবিক আর ব্যালের সংমিশ্রণে এই অনুষ্ঠান সবার নজরও কাড়ে।

এদিন আচমকাই বেজে উঠে বলিউডের গান। উপস্থিত অনেকেই তখন বিশেষ মনোযোগ দিলেন মঞ্চে ভারতের ইউটিউব তারকা সিদ্ধার্থ স্লাথিয়া ও ইন্দোনিশিয়ান পপ শিল্পীর দেনাদা তাম্বুনানে কন্ঠে তখন  ‘কোই মিল গ্যায়া’...। যা বলিউড বাদশাহ শাহরুখ খান, কাজল আর রানি মুখার্জির জনপ্রিয় হিন্দি সিনেমা ‘কুছ-কুছ হোতা হ্যায়’ থেকে নেয়া।

আরও পড়ুন : 

ওয়াই/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৪৮৫৫৭১ ৩০১০৬৯৬ ৩৮২৪১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়