• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় মেয়েদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ২২:৫২

নেদারল্যান্ডসে চলছে মেয়েদের ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে মোট ৮ দল। স্বাগতিক নেদারল্যান্ডসের গ্রুপে বাংলাদেশের সাথে আছে পাপুয়া নিউগিনি আর সংযুক্ত আরব আমিরাত।

এরইমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। যার দুই ম্যাচের দুটিতেই জয়। বাকি এক ম্যাচ জিতলেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিবে বাংলাদেশ নারী দল।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্পোর্টসপার্কে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।

প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের দশে মিলে করল মাত্র ৪২ রান। এই কটা রান নিতে যদিও খেলেছে ১৮ ওভার।

দলের হয়ে স্টেরে ক্যালিস করেন সর্বোচ্চ ১৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান এসে ডেনিস হ্যানিমার ব্যাটে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট করে নেন রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন। ২ উইকেট নেন পান্না ঘোষ আর ১ উইকেট করে পান সালমা খাতুন আর নাহিদা আক্তার।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনার শামিমা খাতুন করেন ১৪ রান। আরেক ওপেনার আয়শা রহমান করেন ৬ রান। ওয়ানডাউনে ব্যাট করতে আসা ফারজানা হক করেন ১১ রান।

নিগার সুলতানার ৪ রান আর রুমানা আহমেদের ৪ রানে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এ নিয়ে বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। এ জয়ে অবদান রাখায় ম্যাচ সেরার পুরস্কার উঠে ফাহিমা খাতুনের হাতে।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh