• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নতুন হেয়ারস্টাইলে মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৮, ১৮:৩৯

শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে ইউরোপের দেশটির বিরুদ্ধে জিততেই হবে দুইবারের বিশ্বসেরা দলটিকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে কার্ড সমস্যায় লিওনেল মেসির দল। কিন্তু এই ম্যাচে তারুণ্যে ভরপুর ফ্রান্স যত না চিন্তায় তার থেকে বেশি চিন্তায় রয়েছে লাতিন আমেরিকার দেশটি। কারণ এরই মধ্যে হলুদ কার্ড দেখে বসে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। নাইজেরিয়াকে ২-১ গোলে হারানোর দিন খেলার অন্তিমলগ্নে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার মহাতারকা।

ফ্রান্সের বিপক্ষে জিততে হলে দলের সেরা তারকাকে মাঠে নামাতেই হবে কোচ হোর্হে সম্পাওলিকে। কিন্তু ওই ম্যাচে যদি হলুদ কার্ড দেখেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এবং জেতে দল, তাহলে কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন না আলবিসেলেস্তেদের অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে মেসির দলের খেলা পড়বে উরুগুয়ে এবং পর্তুগাল ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। যেই দলই সামনে পড়ুক না কেন মেসিকে ছাড়া জিততে গেলে কালো ঘাম ছুটে যাবে দক্ষিণ আমেরিকার দেশটির। আর এই চিন্তাই এখন রাতের ঘুম কেড়েছে সাম্পাওলির।

আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়েন এমবাপে, পল পগবাদের নিয়ে তৈরি ফ্রান্স দল নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনার। ফলে সেই ম্যাচেও মেসিকে না খেলানোর ঝুঁকি কোনোভাবে নিতে চাইছে না আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট।

শুধু মেসিই নয়, এই সমস্যা রয়েছে গেলো বারের রানার্সআপ দলটির আরও পাঁচ জন ফুটবলারের। এরা হলেন- হাভিয়ের মাসচেরানো, মার্কোস অ্যাকুনিয়া, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মাকার্ডো ও এভার বানেগা। ফলে শুধু মেসিই নয় ফ্রান্সের বিরুদ্ধে যদি এই পাঁচজনের মধ্যে কেউ হলুদ কার্ড দেখে, তা হলে পরের রাউন্ডে খেলতে পারবে না।

এতো সব নেতিবাচক সংবাদের মধ্যে দলের জন্য সুসংবাদ হচ্ছে, গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে গোল পেয়েছেন অধিনায়ক মেসি। প্রথম দুই ম্যাচে নিজের জাত চেনাতে ব্যর্থ হলেও নাইজেরিয়ার ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার।

এদিকে আজ শনিবার কাজান এরিনা স্টেডিয়ামে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে নতুন হেয়ার স্টাইল নিয়ে মাঠে নামছেন মেসিসহ বেশ কয়েকজন। এদের মধ্যে মাকোর্স রোহো, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইনও রয়েছেন।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh