• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ নভেম্বর ২০১৬, ১৯:০৯

বাংলাদেশের নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ করে ইতিবাচক রিপোর্ট দেয় ইংল্যান্ডের পর্যবেক্ষক কমিটি। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি সেদেশের ক্রিকেটারদের বাংলাদেশ সফরের ব্যাপারে বলে, কেউ যদি এ সফরে আসতে না চায় তবে তাকে বাধ্য করা হবে না। এ সুযোগটাই কাজে লাগান ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান ও অ্যালেক্স হেলস। তবে দলের সঙ্গে আসেন ইলিংশ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান জনি বেয়ারস্টে।

বাংলাদেশে এসে তিনি ভীষণ মুগ্ধ। টাইগারদের বিপক্ষে টেস্ট খেলতে ফের এদেশে আসতে চান লড়াকু এ ক্রিকেটার। নিজের টুইটার অ্যাকাউন্টে জানালেন সেসব কথা।

তিনি লিখেছেন, বাংলাদেশের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, কঠিন হলেও এ সফর উপভোগ করেছি। আশা করি, ভবিষ্যতে এখানে আরো বেশি টেস্ট ক্রিকেট খেলা হবে।

বাংলাদেশের বিপক্ষে বেয়ারস্টো টেস্টের ২ ম্যাচে ১২৬ রান করেছেন। তার সর্বোচ্চ সংগ্রহ ৫২। হাঁকিয়েছেন ১৪টি চার। তিনি ওয়ানডে সিরিজের ৩ ম্যাচে ৫০ রান করেছেন। হাঁকিয়েছেন ২টি চার।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh