• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গার্ড অব অনার পাচ্ছে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

  ০৯ মে ২০১৮, ১৬:৫২

৩৮ ম্যাচের লা লিগায় গত ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী কোনো দল আগেই শিরোপা নিশ্চিত করলে, অবশিষ্ট ম্যাচগুলোতে তাদের গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় প্রতিপক্ষরা।

যদিও গত রোববারের এল ক্লাসিকো ম্যাচে তা করেনি রিয়াল। গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ জয়ের পর বার্সেলোনা রিয়ালকে সম্মান দেখায়নি বলেই রিয়ালও বাসার্কে সম্মান দেখায়নি এটাই ছিল কোচ জিনেদিন জিদানের যুক্তি।

--------------------------------------------------------
আরও পড়ুন : মুস্তাফিজ কেনো বাহিরে প্রশ্ন আকাশ চোপড়ার
--------------------------------------------------------

তবে ক্যাম্প ন্যুয়ে ক্লাসিকো ম্যাচ শেষে সেদিন ঠিকই গার্ড অব অনার পায় বার্সেলোনা। জেরার্ড পিকের আহবানে ক্লাসিকো শেষে বার্সা কর্মকর্তারা গার্ড অব অনার দেন ক্লাবের ফুটবলারদের। এবার সেই পথে হাঁটার ঘোষণা দিয়েছে ভিয়ারিয়াল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। এসময় নতুন চ্যাম্পিয়নদের সম্মান জানাবে চলতি লিগে টেবিলের ছয়ে থাকা ভিয়ারিয়াল। ২০০৯-১০ মৌসুমে বার্সেলোনার ক্লাব বিশ্বকাপ জয়ের পরও তাদের গার্ড অব অনার দিয়েছিল ভিয়ারিয়াল। সেই সময় ভিয়ারিয়ালের কোচ ছিলেন বর্তমানে বার্সেলোনার দায়িত্বে থাকা আর্নেস্তো ভালভারদে।

চলতি মৌসুমে লিগে লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আরও দুটি ম্যাচ আছে বার্সেলোনার। শেষ তিন ম্যাচে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবে ভালভারদের বার্সেলোনা। আজ ভিয়ারিয়ালের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচটাও ঘরের মাঠে খেলবেন মেসিরা। অন্য ম্যাচটি লেভান্তের মাঠে। ক্লাসিকোয় লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না বার্সার ফুলব্যাক সার্জিও রবার্তো।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
X
Fresh