• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিল্লির প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলেন পন্থ

স্পোর্টস ডেস্ক

  ০৩ মে ২০১৮, ১১:৫৮

দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু থেকেই ভালো খেলছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে নির্ভরতা দিচ্ছেন মিডল অর্ডারকে। অন্যরা ফর্ম দেখাতে না পারলেও পন্থ মাঝখানে কিছুটা দিশে হারা হয়ে ফের পারফর্মে ফিরেছেন। আর সেজন্যই বারবার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি উঠছে এই উইকেট-কিপার ব্যাটসম্যানের মাথায়।

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৬৯ রানের মারকাটারি ব্যাটিং করে গেলেন তিনি। যার সুবাদে বিশাল স্কোর খাড়া করতে পারল দিল্লি।

পন্থ যখন নামেন তখন ৭.২ ওভারে দিল্লি ২ উইকেটে ৭৪ তুলেছে। রান রেট ১০ এর কিছু বেশি। সেখান থেকে ঠুকঠুক না করে শুরু থেকেই ব্যাট হাতে আক্রমণ করেন রাজস্থান বোলারদের।

--------------------------------------------------------
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
--------------------------------------------------------

১৫ ওভার নাগাদ পন্থ ৬৯ রান করে আউট হন। ততক্ষণে বোর্ডে ১৭২ রান উঠে গিয়েছে। রান রেট সাড়ে এগারোর বেশি। সেখান থেকে দিল্লি ১৭.১ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে।

বৃষ্টির জন্য দিল্লি ইনিংসের শেষ পাঁচ বল খেলা হয়নি। রাজস্থানের টার্গেট দাঁড়ায় ১২ ওভারে ১৫১ রান। যা তাড়া করতে গিয়ে ৪ রান দূরে থামতে হয় অজিঙ্কা রাহানেদের।

পন্থ ৯ ম্যাচ খেলে ৩৭৫ রান করে ফের একবার কমলা টুপি ছিনিয়ে নিলেন। ৮ ম্যাচ খেলে ৩৭০ রান করে চেন্নাই সুপার কিংসের আম্বতি রায়ডু দ্বিতীয় স্থানে রয়েছেন। ৮ ম্যাচ খেলে ৩৪৯ রান করে তৃতীয় স্থানে রয়েছেন রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
X
Fresh