• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাভিকে ছাড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

  ০২ মে ২০১৮, ১৭:৩৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ১৫২তম ম্যাচ খেললেন তিনি। ছাপিয়ে গেলেন বার্সেলোনার সাবেক মিড ফিল্ডার জাভি হার্নান্দেজের রেকর্ডকে।

এর আগে জাভির রেকর্ড ছিল সবচেয়ে বেশি ১৫১ ম্যাচে কাতালানদের হয়ে মাঠে নামা। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সেটিকে ছাপিয়ে গেলেন। তৈরি করলেন নয়া ইতিহাস। লস ব্লাঙ্কোসদের সাবেক তারকা ইকার ক্যাসিয়াস গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ১৬৭টি ম্যাচ খেলে রেকর্ড গড়েন।
--------------------------------------------------------
আরও পড়ুন : বর্ষসেরার আরেক খেতাব সালাহর
--------------------------------------------------------

সিআরসেভেন প্রথম আউটফিল্ড খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলে জাভিকে টপকালেন। আগামী মৌসুম ২০১৯-২০২০ সালে যদি পর্তুগিজ অধিনায়ক মাঠ মাতাতে পারেন তাহলে স্প্যানিশ ফুটবলার ক্যাসিয়াসকেও টপকে যাবেন।

গেলো সপ্তাহে রোনালদো খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করেন। পরপর ১১টি ম্যাচ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে। এছাড়া ২০১৭-২০১৮ সালে ৪০টি ম্যাচে ৩২ বছর বয়সী এই গোলমেশিন ৪২টি গোল করেছেন।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মান পাওয়ার হাউজের বিপক্ষে
প্রথম লেগে ২-১ গোলে জেতে স্প্যানিশ জায়ান্টরা। এতে ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
X
Fresh