• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের প্রতিপক্ষ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ১৭:১৮

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এবারের আয়োজনে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার অংশ নিয়েছেন। সাকিব আল হাসান খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবার দুজনই মুখোমুখি হচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অরেঞ্জ আর্মি ও মুম্বাই পল্টন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নাররা
--------------------------------------------------------

দুই দলের সব শেষ চার দেখায় তিনটি জয় পেয়েছে সানরাইজার্স। শেষ তিন ম্যাচে অপরাজিত ৮২, ৪৮ ও অপরাজিত ৬২ রানে ইনিংস খেলেছেন।

অন্যদিকে ২০১৬ সালের চ্যাম্পিয়ন দলটির পেস তারকা ভুবেনেশ্বর কুমার মুম্বাইয়ের বিপক্ষে গত তিন ম্যাচে ৬ উইকেট তুলে নেন।

উদ্বোধনী দিনেই খেলতে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন দলটি। ওই ম্যাচে রোমাঞ্চকর শেষ ওভারে ১ উইকেটের জয় পায় চেন্নাই সুপার কিংস।

নিজের প্রথম তিন ওভারে অসাধারণ বল করার পর ম্যাচের শেষ ওভারের প্রথম তিন বলে ডট দেন কাটার মাস্টার মুস্তাফিজ। তবে চতুর্থ ও পঞ্চম বলে ৬ ও ৪ হাঁকিয়ে দলকে জয় তুলে দেন চেন্নাইয়ের ব্যাটসম্যান কেদার যাদব।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নেয় সানরাইর্জাস। প্রথমবারের মতো কমলা জার্সিতে খেলতে নেমে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

সানরাইজার্স হায়দরাবাদ দল:

বিদেশি:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস, কার্লোস ব্রাফেট, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বিলি স্টেনলেক, রশিদ খান।

ভারতীয়:

ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, শ্রীভাতস গোস্বামী, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল ও বাসিল থাম্পি।

মুম্বাই ইন্ডিয়ান্স:

বিদেশি:

মুস্তাফিজুর রহমান, কিরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, জেসন বেহরেনডোর্ফ, বেন কাটিং, জেপি ডুমিনি, আকিলা ধনঞ্জয়া।

ভারতীয়:

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রনাল পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ইশান কিষান, সূর্যকুমার যাদব, রাহুল ছাহাড়, প্রদীপ সাঙ্গওয়ান, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
X
Fresh