• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যাটিংয়ে মুস্তাফিজের মুম্বাই

স্পোর্টস ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ১৯:৫৯

দু’দলের দেখা ২৪ বার। এই ২৪ বারের দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে ১৩ বার। অন্যদিকে চেন্নাই সুপার কিংস জিতেছে ১১ বার। সমীকরণ বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের শুরুর ম্যাচ কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা।

শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে ভিভো আইপিএল ২০১৮ আসরের।

ম্যাচ পাতানোর দায়ে দুই বছর নিষিদ্ধ ছিল চেন্নাই সুপার কিংস। এবারের আসরে ফিরেই মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৭ সেকেন্ডে পাকিস্তানের বিপক্ষে কপাল পুড়লো ভারতের
--------------------------------------------------------

আজকের ম্যাচে মুম্বাইয়ের সেরা একাদশে আছেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা মুস্তাফিজুর রহমান। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএল মাতাচ্ছেন কাটার মাস্টার খ্যাত ‘দ্য ফিজ’। এর আগে গত দু’বারের আসরের বর্তমান সাকিব আল হাসানের দল হায়দরাবাদের হয়ে খেলেছিলেন বাম-হাতি এই পেসার।

মুম্বাই ইন্ডিয়ান্স:

ইশান কিষান (উইকেট রক্ষক), এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কিয়েরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রনাল পান্ডিয়া, জসপ্রিত বুমরা, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকলেনঘান, মায়াংক মারকান্দে।

চেন্নাই সুপার কিংস:

আম্বতি রাইডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক-অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দ্বীপক চাহার, ইমরান তাহির, মার্ক উড।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh