• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃহস্পতিবার সাকিবের মুখোমুখি মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৮, ১৭:৩৫

চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেরা ছয় দলের খেলা চলছে। কিন্তু খেলতে পারছেন না জাতীয় দলের অনেক ক্রিকেটারই। বিশেষ করে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা সময় কাটাচ্ছেন জিমে।

নিজেদের দল সুপার-সিক্স পর্বে উঠার আগেই বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের আগে জাতীয় দলের আর কোনো খেলা নেই। তাই এই সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাদ পড়া তিন দলের ক্রিকেটারদের দুটি দলে বিভক্ত করে ম্যাচের আয়োজন করছে বোর্ড।

আগামী কাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি এই ম্যাচে বিসিবি লাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আর সবুজ দলের দায়িত্বে থাকবেন মাহমুদুল্লাহ।

সুপার সিক্সে উঠতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং এবারের আসরের দল নবাগত শাইন পুকুর। সাকিব মোহামেডানে, মাহমুদুল্লাহ ছিলেন প্রাইম ব্যাংকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আইপিএল থেকেও নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার
--------------------------------------------------------

মূলত এদের মাঠে ফিরিয়ে আনার জন্যই বিসিবির এমন উদ্যোগ। গতকাল মঙ্গলবার ফতুল্লায় আবাহনী ক্রীড়াচক্র বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলা দেখতে আসেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাদ পড়া তিনটি দল নিয়ে নান্নু বলেন, এই তিন দলে থাকা ক্রিকেটারদের দুটি দলে ভাগ করে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করার পরিকল্পনা হয়েছে।

বিসিবি লাল দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন দ্রুব, তৌহিদ হৃদয়, শুভাগত হোম, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনিক, মোহাম্মদ আজিম, রায়হান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসাইন।

বিসিবি সবুজ দল:

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহিদী মারুফ, আল আমিন (জুনিয়র), সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, শুভাশীষ রয়, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাইদ সরকার।

আরও পড়ুন:

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh