• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি ফুটবলারদের চমকিয়ে মাঠে ম্যারাডেনা!

স্পোর্টস ডেস্ক

  ১৪ মার্চ ২০১৮, ২১:২৪

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে আজ বুধবার থেকে শুরু হয়েছে স্পেশাল অলিম্পিকস ২০১৮ মিনা গেমস। ২২ মার্চ পর্যন্ত চলবে এই আসর।

বিশ্বের ৩০ দেশের ১ হাজার ৫০০ অ্যাথলেট ১৬টি ইভেন্টে অংশ নিচ্ছে স্পেশাল অলিম্পিকসে। বাংলাদেশের ২০ সদস্যের ইউনিফায়েড ফুটবল দল এই গেমসে অংশ নিতে আবুধাবিতে অবস্থান করছে।

শারীরিকভাবে সুস্থ এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটি আবুধাবির ফুটবল ক্লাব আল ফুজাইরাহর পাশের মাঠে অনুশীলন করছিলেন।

ঘরোয়া লিগের দলটির কোচ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। নিজ দলের অনুশীলন দেড়িতে শুরু হবার কারণে হুট করেই চলে আসেন পাশের মাঠে।

এসময় বাংলাদেশ ইউনিফায়েড দলের খোঁজ খবর নেন কিংবদন্তি।

আর্জেন্টাইন মহাতারকাকে এতে সামনের থেকে দেখে স্বাভাবিকভাবেই অবাক সবাই। এ যেনো ফুটবল নামক সেই রূপকথার নায়ক!

বাংলাদেশ দলের সদস্য মাহমুদুল হাসান বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না আমি কিংবদন্তি ম্যারাডোনার দেখা পেয়েছি।

দলের অপর সদস্য শামিম হোসেন বলেন, ম্যারাডোনাকে এতো কাছে থেকে দেখতে পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে।

শওকাতুর রহমান বাংলাদেশের দলনেতা হিসাবে মনোনীত হয়েছেন। ২০ সদস্যের দলে ১৫ জন খেলোয়ার, ৩ জন কোচ এবং ২ জন কর্মকর্তা অর্ন্তভুক্ত হয়েছেন।

দলে মোট ১৫ জনের মধ্যে আট জন খেলেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এবং বাকি সাত জন থাকেন সুস্থ।

গত ১২ মার্চ গালফ এয়ারের বিমানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ইউনিফায়েড ফুটবল দল আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ে।

আরও পড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh