• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুস্তাফিজের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩২

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

আজ রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে দল দুটি।

গেলো বৃহস্পতিবার শুরু হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টির অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের তৃতীয় আসর। নিজেদের প্রথম ম্যাচে দল দুটিকেই হারতে হয়।

প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ৪৩ রানে হেরেছে লাহোর। ওপেনার লঙ্কান কুমার সাঙ্গাকারার হাফসেঞ্চুরিতে জয় পায় মুলতান। এছাড়া ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক শোয়েব মালিক।

লাহোরের হয়ে সবচেয়ে সফলতম বোলার ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান।

৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন দ্য ফিজ।।

অন্যদিকে প্রতিপক্ষ করাচি কিংসকে ১৪৯ রানে আটকে রেখেও ম্যাচ হেরেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

ওই ম্যাচে সাইড বেঞ্চে বসে ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

জয়ে ফিরতে দ্বিতীয় ম্যাচে নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানকে নামাতে পারে কোয়েটা শিবির।

দিনের প্রথমে রয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের চমৎকার ব্যাটিংয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৪ রানে জয় পেয়েছে পেশওয়ার জালমি।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh