• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

তামিমই প্রথম!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৪:১২

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ১৭৭তম ম্যাচে এই রেকর্ড গড়লেন এই ড্যাশিং ওপেনার।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ হাজারি ক্লাবে পৌঁছান ২৮ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান। পাশাপাশি ক্যারিয়ারের ৪১ তম হাফসেঞ্চুরিও তুলেছেন তামিম।

এদিন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকেও টপকে গেছেন এই টাইগার ওপেনার। নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হবার জন্য তামিমের প্রয়োজন ছিল মাত্র ৪২ রান।

‘মাতারা হারিকেন’ খ্যাত জয়াসুরিয়া তার ক্যারিয়ারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মোট রান করেছিলেন ২ হাজার ৫১৪। তামিম সেটিকে টপকে যান। মিরপুরে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিম।

২০০৭ সালে অভিষেকের পর ৩৫.১১ ব্যাটিং গড়ে তামিমের সেঞ্চুরির সংখ্যা ৯টি। ওয়ানডেতে তার সর্বোচ্চ রান ১৫৪।

আরও পড়ুন

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh