• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ১৯ জানুয়ারি ২০১৮, ২২:০৮

একটা পরিবর্তন এনে ত্রিদেশীয় সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার রাতে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ১৫ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা। সেই দলে ছিলেন ৫ জানুয়ারি অনুশীলনে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া ওপেনার ইমরুল কায়েস।

পরের দুই ম্যাচের জন্য ঘোষণা করা দলে রাখা হয়নি বাঁহাতি এই ওপেনারকে। পুরোপুরি সেরে না ওঠায় ইমরুলকে দলের বাইরেই রেখেছে বিসিবি। তবে নির্বাচকেরা তাকে বিসিএলের ম্যাচ খেলতে বলেছেন। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে তিনি এরই মধ্যে রাজশাহীতে চলে গেছেন।

তিনি জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে ইনটেনসিটি বেশি থাকে। চোট থেকে অনেকটা সেরে উঠলেও এখনই ওয়ানডে খেলা ঠিক হবে না। যেহেতু ওয়ানডে সিরিজ খেলা হবে না এবং সামনে টেস্ট সিরিজ আছে, তার সেটির প্রস্তুতি নিতেই বিসিএল খেলতে চাচ্ছি।

বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান(সহ–অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
স্মিথ-ম্যাগার্ককে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
X
Fresh