• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোনালদো+বেল+ইসকো+অ্যাসেনসিও= মেসি

স্পোর্টস ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৮, ১২:৩৯

চলতি মৌসুমে ধারাবাহিকভাবে দুর্দান্ত গতিতে চলছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দলের প্রধান তারকা লিওনেল মেসিও রয়েছেন ছন্দে। অন্যদিকে পুরোপুরি উল্টো পথে হাঁটছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দলগত পারফরম্যান্স একেবারে তলানিতে। নিজেদের খুঁজে পাওয়া তো পরের কথা এখন কঠিন হয়ে উঠেছে পরবর্তী আসরে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ।

লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত থেকে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি। ১৯ ম্যাচ খেলে ১৬ জয় নিয়ে শিরোপার দৌঁড়ে অনেকটাই এগিয়ে মেসির দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল ৩১ পয়েন্ট নিয়ে নিশ্বাস ফেলছে গ্যালাকটিকোদের ঘাঁড়ের ওপর। যে কোনো সময় নিচে নেমে যেতে পারে জিদানের শিষ্যরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: মেসির রেকর্ডের সঙ্গে বার্সার শাপমোচন
--------------------------------------------------------

বার্সার হয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ১৯ ম্যাচে গোল করেছেন ১৭টি, যা এই প্রতিযোগিতায় যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। শুধু তাই নয়, বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের চারজন সেরা তারকার গোলের চেয়েও বেশি।

রিয়ালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, ইসকো ও মার্কো অ্যাসেনসিও এই চারজন মিলে করেছেন ১৬ গোল। প্রত্যেকে চারটি করে গোল করেছেন। সেখানে মেসি একাই করেছেন ১৭ গোল।

এমনকি এই চারজনের সঙ্গে রিয়ালের আরেক তারকা করিম বেনজামাকে যোগ করলেও মেসির চেয়ে মাত্র এক গোল বেশি হয় তাদের। করিম বেনজামার দুই গোল নিয়ে তাদের গোল সংখ্যা হয় ১৮টি, সেখানে মেসি একাই করেছেন ১৭টি।

রোববার রিয়েল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে মেসি দুর্দান্ত ফ্রি কিক থেকে লা লিগার ১৭তম গোলটি করেন। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে যায় বার্সা।

শনিবার রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোদের ১-০ গোলে পরাজিত করে। এটি ছিল বার্নাব্যুতে ভিয়ারিলের প্রথম জয়।

আরও পড়ুন

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh