• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জুটি ভাঙলেন সানজামুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৮, ১৩:২২

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে দল। শেষ খবর পর্যন্ত ৩৫ ওভাওর ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে আফ্রিকার দেশটি।

আজ সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

২৫.৪ ওভারে ম্যালকম ওয়ালার ও সিকান্দার রাজার ৩০ রানের জুটি ভাঙেছেন প্রায় এক বছর পর সুযোগ পাওয়া সানজামুল ইসলাম। তার বলে ১৩ রান করা ওয়ালার সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ম্যাচের প্রথম ওভারেই সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত হন সফরকারী দুই ব্যাটসম্যান। স্ট্যাম্পিং হয়ে ফিরে যান ওপেনার সোলোমন মায়ার। আর ওভারের তৃতীয় বলে অভিজ্ঞ ক্রেইগ আরভিনের ক্যাচ ধরেন সাব্বির রহমান।

--------------------------------------------------
আরও পড়ুন: মুস্তাফিজের শিকার হলেন টেইলর
--------------------------------------------------

সপ্তম ওভারের শেষ বলে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করেন মাশরাফি। ২৪ বলে ১৫ রান করে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন এ ওপেনার।

৪৫ বলে ২৪ রান করে মুশফিকের তালু বন্দি হন সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ে দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানের উইকেটটি নিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে স্কোয়াড

হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, চেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজার্বানি, কাইল জার্ভিস ও ম্যালকম ওয়ালার।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলাম।

আরও পড়ুন:

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh