• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মার্চে ইতালির মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

  ২২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৪

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী মার্চে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

গত মার্চে আর্জেন্টিনার ফুটবল প্রধান হিসেবে নিয়োগ পাওয়া তাপিয়া বলেন, ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচটি চূড়ান্ত। মার্চে হবে খেলা। আমার আগের ম্যানেজমেন্ট এ সূচি ঠিক করে রেখেছিল। যদি আমরা ম্যাচটা না খেলি, তবে জরিমানা দিতে হবে।

বিশ্বকাপের আগে আরো তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ বিষয়ে তাপিয়া বলেন, আমাদের দ্বিতীয় প্রতিপক্ষ প্রায় ঠিক। কোচ হোর্হে সাম্পাওলি ছুটি থেকে ফিরলে তার সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে। আর বিশ্বকাপের আগে আমাদের শেষ ম্যাচ হবে ৩০ মে লা বোম্বোনেরাতে।

রাশিয়াতে পা রাখার আগে বার্সেলোনার মাঠে আটদিন অনুশীলন করবে আর্জেন্টিনা। ১ জুন থেকে সেখানে অনুশীলন করবে মেসিরা।

বিশ্বকাপ চূড়ান্ত হওয়ার পর এরই মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। প্রথমটিতে রুশদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়া তাদের হারায় ৪-২ গোলে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ
‌‘অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি’
এবার ডি মারিয়াকে দলে নিতে চায় মায়ামি 
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
X
Fresh