• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই এতবার এরকম ঘটনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২৪, ১২:৫৪
বিশ্বকাপ
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি মানেই রানের ফোয়ারা, সদ্য সমাপ্ত আইপিএল থেকে অন্তত সেই ধারণাই পাওয়া গিয়েছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ধারণা পাল্টে গেছে। বিশ্বমঞ্চে ১২০ রান তুলতেই দলগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। বিশ্বসেরা ব্যাটাররাও রান তোলায় রীতিমত খাবি খাচ্ছেন।

বিশেষ করে আমেরিকায় খেলা দলগুলো, রান তুলতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। আর সেই রান খরায় চলতি বিশ্বকাপ নতুন নজির গড়েছে। সংক্ষিপ্ত বিশ্বমঞ্চের কোনো সংস্করণে এতো সংখ্যক ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার নজির এবারই প্রথম। সুপার এইটের খেলা শুরুর আগেই ১২ বার তিন অঙ্কের কোটা পেরোনোর আগেই অলআউট হয়ে গেছে দলগুলো। যা এবারের আসরে নতুন নজির গড়েছে।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে (২০০৭ সাল) ২ বার, ২০০৯ সালে ৩ বার, ২০১০ সালে ৪ বার, ২০১২ সালে ২ বার, ২০১৪ বিশ্বকাপে ৭ বার, ২০১৬ সালে ২ বার ১০০- রানের নিচে অলআউট হয়ে যায় অংশগ্রহণকারী দলগুলো। করোনা মহামারির পর ২০২১ সালে ৮ বার এবং সবশেষ ২০২২ সালে ১ বার ১০০ নিচে আউটের নজির গড়েছিল অংশগ্রহণকারী দলগুলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, পিচের কারণে এবার রানের খরা দেখা গেলেও ১০০ নিচে অলআউটের পেছনে অন্য কারণও আছে। এবার বিশ্বমঞ্চে ২০টি দল অংশ নিয়েছে। মানের নিরিখে দলগুলোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। এর মধ্যে কয়েকটি দেশ সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলে, অন্যদিকে কয়েকটি দেশের ক্রিকেটের মান একদম তলানিতে। ফলে প্রথমসারির দলের সামনে নাজেহাল হচ্ছে আইসিসির সহযোগী দেশগুলো।

একনজরে ২০২৪ বিশ্বকাপে ১০০ রানের নিচে অলআউট

দল রান প্রতিপক্ষ
শ্রীলঙ্কা ৭৭ দক্ষিণ আফ্রিকা
উগান্ডা ৫৮ আফগানিস্তান
আয়ারল্যান্ড ৯৬ ভারত
পাপুয়া নিউগিনি ৭৭ উগান্ডা
উগান্ডা ৩৯ ওয়েস্ট ইন্ডিজ
নামিবিয়া ৭২ অস্ট্রেলিয়া
ওমান ৪৭ ইংল্যান্ড
পাপুয়া নিউগিনি ৯৫ আফগানিস্তান
উগান্ডা ৪০ নিউজিল্যান্ড
নেপাল ৮৫ বাংলাদেশ
পাপুয়া নিউগিনি ৭৮ নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ৭২ আফগানিস্তান

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি
বিশ্বকাপ সেরার একাদশে জায়গা পেলেন জ্যোতি
মেসির মায়ামিকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাবে ফিফা
১৪ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড