• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

শুধু মর্যাদার নয়, পাকিস্তানের বাঁচা-মরার লড়াইও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১৪:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্ব আসর শুরু করায়, ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির। সেই ম্যাচে রোহিত শর্মার রানে ফেরাটা বাড়তি পাওয়া, ম্যান ইন ব্লুদের। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের আগে, বেশ নির্ভার রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। বিশেষত আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে একতরফা আধিপত্য সম্পর্কে অবগত ভারতীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি সাত দেখায়, ছয়টিতেই জিতেছে ভারত।

পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। সঙ্গে জয়সওয়াল, ঋষভ পান্ত, হার্দিক ও সূর্যকুমারের পাওয়ার হিটিং যোগ্যতা, ভারতের ব্যাটিংয়ে দিয়েছে গভীরতা। অলরাউন্ডার হার্দিক পাণ্ডের পাশে, পেসার হিসেবে থাকবেন বুমরাহ, সিরাজ, অর্শদীপের মধ্যে দুজন। বাবর আজমের বিপক্ষে বরাবর সফল- চায়নাম্যান কুলদীপ যাদবকে সুযোগ দিতে, বিশ্রাম পেতে পারেন জাদেজা বা অক্ষর প্যাটেল।

এদিকে শুরুতেই নবাগত যুক্তরাষ্ট্রের কাছে হেরে, চাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে পাকিস্তান। এ ম্যাচে হার কার্যত টুর্নামেন্ট থেকেই ছিটকে দিতে পারে শাহিনসদের। পাকিস্তানের প্রথম চাওয়া তাই ব্যাটসম্যানদের রানে ফেরা। বিশেষত ফখর, বাবর ও রিজওয়ানের ওপর নির্ভর করবে সবুজ ব্রিগেড।

যেকোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে আমির, শাহীন, হারিস রউফের পেস আক্রমণ। একই সঙ্গে তাদের দায়িত্বহীনতা, যুক্তরাষ্ট্র ম্যাচের মত ডুবিয়ে দিতে পারে দলকে। শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্য তাই হতে পারে, পাকিস্তানের তুরুপের তাস।

এমন রক্তগরম করা ম্যাচের আগে, দুই প্রতিবেশীর ভাবনার বড় জায়গা জুড়ে থাকছে পিচের কন্ডিশন।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি আর আগের মতো নেই: সূর্যকুমার
সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এলপিএল শেষে দেশে ফিরলেন ৪ ক্রিকেটার
আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত-কোহলি