• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে সতর্ক আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৪:৫১
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

প্রায় এক সপ্তাহ আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠলেও এখনও মাঠে নামেনি বাংলাদেশ। শনিবার (৮ জুন) ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে শান্ত বাহিনী। এ ছাড়া গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে শান্ত-লিটনরা।

তবে শক্তিমত্তা বিবেচনায় এটি বাংলাদেশের জন্য বেশ কঠিন একটি ম্যাচ। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর দুটি ম্যাচেই অপ্রত্যাশিত আচরণ দেখিয়েছে উইকেট। তাই স্টেডিয়ামের উইকেট নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) এ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে।

এ ঘটনায় নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয় আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বুঝতে পেরেছে আমরা সবাই যেরকম আশা করেছিলাম, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে যোগ করা হয়, ‘গতকালের ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠকর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, (এ ভেন্যুতে) পরের ম্যাচগুলোর জন্য যাতে সম্ভাব্য সেরা উইকেট দেওয়া যায়।’

যদি সেটা সম্ভব না হয়, তবে কী করণীয়; তা এখনও জানায়নি আইসিসি।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ জুলাই)
সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ
তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন জালাল ইউনুস
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে ভারত