• ঢাকা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
logo

শীর্ষ পাঁচ লিগের যারা সুযোগ পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১০:০৫
চ্যাম্পিয়নস লিগ
ছবি- সংগৃহীত

শেষ হচ্ছে ২০২৩-২৪ ইউরোপিয়ান ফুটবল মৌসুম। ইতোমধ্যে শীর্ষ পাঁচ লিগের শিরোপাও নির্ধারণ হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগে কারা খেলবে, তা-ও প্রায় নিশ্চিত। শুধু শেষ মুহূর্তের কিছু স্থান নির্ধারণ বাকি। বরুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগ জেতা, না জেতার ওপরই মূলত কয়েকটি স্থান নির্ধারণ নির্ভর করছে। সিরি-আ’তেও একই পরিস্থিতি। কনফারেন্স লিগ আটালান্টা জিতলে হিসাব-নিকাশে কিছুটা পরিবর্তন আসতে পারে। এটুকু বাদে বাকি সবই চূড়ান্ত।

ইংলিশ প্রিমিয়ার লিগ

  • চ্যাম্পিয়নস লিগ : ম্যানচেস্টার সিটি (চ্যাম্পিয়ন), আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলা
  • ইউরোপা লিগ : টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড (এফএ কাপ জয়ী)
  • কনফারেন্স লিগ : চেলসি
  • অবনমিত হলো যারা : লুটন টাউন, বার্নলি, শেফিল্ড ইউনাইটেড
  • উঠে এলো যারা : লেস্টার সিটি, ইপসউইচ টাউন, সাউদাম্পটন

লা লিগা

  • চ্যাম্পিয়নস লিগ : রিয়াল মাদ্রিদ (চ্যাম্পিয়ন), বার্সেলোনা, জিরোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ
  • ইউরোপা লিগ : অ্যাথলেটিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদ
  • কনফারেন্স লিগ : রিয়াল বেতিস
  • অবনমিত হলো যারা : কাদিজ, আলমেরিয়া, গ্রানাডা
  • উঠে এলো যারা : রিয়াল ভায়াদোলিদ, লেগানেস, প্লে-অফ জয়ী দল

বুন্দেসলিগা

  • চ্যাম্পিয়নস লিগ : বায়ার লেভারকুসেন (চ্যাম্পিয়ন), ভিএফবি স্টুটগার্ট, বায়ার্ন মিউনিখ, লাইপজিগ, বরুসিয়া ডর্টমুন্ড
  • অপেক্ষায় আছে : আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলে)
  • ইউরোপা লিগ : আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগ হারলে), হফেনহাইম
  • কনফারেন্স লিগ : হাইডেনহাইম
  • অবনমিত হলো যারা : কোলন, ডার্মস্টাট
  • উঠে এলো যারা : সেন্ট পাউলি, হোলস্টাইন কিল, প্লে–অফ জয়ী

সিরি আ

  • চ্যাম্পিয়নস লিগ : ইন্টার মিলান (চ্যাম্পিয়ন), জুভেন্টাস, এসি মিলান, আটলান্টা, বোলোনিয়া
  • ইউরোপা লিগ : রোমা, লাৎসিও
  • অপেক্ষায় আছে : ফিওরেন্তিনা (কনফারেন্স লিগ ফাইনালে জিতলে)
  • কনফারেন্স লিগ : ফিওরেন্তিনা, তুরিনো
  • অবনমিত হলো যারা : ফ্রোসিনোন, সাসসুয়োলো, সালেরনিতানা
  • উঠে এলো যারা : পার্মা, কোমো, ভেনেৎসিয়া ও ক্রেমোনেসের মধ্যকার প্লে-অফে জয়ী দল।

ফ্রেঞ্চ লিগ আঁ

  • চ্যাম্পিয়নস লিগ : পিএসজি (চ্যাম্পিয়ন), মোনাকো, ব্রেস্ত, লিল
  • ইউরোপা লিগ : নিস, লিওঁ
  • কনফারেন্স লিগ : লাঁস
  • অবনমিত হলো যারা : লঁরিয়া, ক্লেমঁ (প্লে–অফে হারলে মেস)
  • উঠে এলো যারা : অঁসের, আঁজে

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়ালের মুখোমুখি ডর্টমুন্ড, একনজরে বাকি প্রতিপক্ষ 
৩৪ শটের টাইব্রেকারে ইউরোপিয়ান রেকর্ড, ইউরোপা লিগে আয়াক্স
চ্যাম্পিয়নস লিগ ফাইনালসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা