• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দুর্বল শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৯
চেলসি
ছবি- রয়টার্স

সময়টা ভালো যাচ্ছে না চেলসি। আগামী মৌসুমেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না ইংলিশ ক্লাবটির। এবার শেফিল্ড শিল্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারালো দ্য ব্লাজরা। দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হলো চেলসিকে।

রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে ১১ মিনিটে প্রথম লিড নেয় চেলসি। বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন থিয়াগো সিলভা। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে শেফিল্ড। ৩২তম মিনিটে চেলসিকে হতাশ করে স্বাগতিকরা। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও এগিয়ে (২-১ গোলে) যায় চেলসি। এবার গোল করেন ননি মাদুকে। এই গোল ম্যাচের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে (৯০+৩) শোধ করে দেয় শেফিল্ড। গোলটি করেন ওলিভার ম্যাকবার্নি।

আগের ম্যাচে শেষ মুহূর্তের জোড়া গোলে অবিশ্বাস্যভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল চেলসি। এক ম্যাচের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখলো চেলসি।

এ নিয়ে টানা লিগের খেলায় ৭ ম্যাচে অপরাজিত থাকলে চেলসি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। অপরদিকে ৩১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে শেফিল্ড।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিএনপি সাংগঠনিকভাবে দিনদিন দুর্বল হচ্ছে’
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
হিলি সীমান্তের জিরো পয়েন্টে দর্শনার্থীদের ভিড়
শেখ হাসিনা দুর্বল হলেই দেশবিরোধী শক্তির উত্থান হবে : শেখ পরশ
X
Fresh