• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

হতাশার সেশনে ক্যাচ ফসকানোর আক্ষেপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২৪, ১২:২৬
বাংলাদেশ
ছবি- বিসিবি

চট্টগ্রাম টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। সিলেট টেস্টে ৩২৮ রানে হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে টাইগাররা। তাই সাগরিকায় শুধু ড্র করলেই হবে না, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।

এমন সমীকরণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনাও পেয়েছে সফরকারীরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশকে চেপে ধরার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সেই ভিতটা গড়ে নিয়েছে লঙ্কানরা। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করেছে সফরকারীরা।

ব্যাট হাতে নেমে দারুণ সূচনা করেছেন দুই লঙ্কান ওপেনার। অন্যদিকে উইকেট থেকে তেমন কোনো সহায়তা পাচ্ছেন না টাইগার বোলাররা।

তবে প্রথম সেশনে লঙ্কানদের উইকেট না হারানোর দায় বাংলাদেশকেই দিতে হবে। ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন অভিষিক্ত টাইগার পেসার হাসান মাহমুদ। এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারি মাদুশকার ব্যাট ছুঁয়ে যায়। তবে স্লিপে থাকা মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচ লুফে নিতে পারেননি। এতে ব্যক্তিগত ৯ রানে জীবন পান মাদুশকা।

প্রথম ঘণ্টায় সহজ ক্যাচ হাতছাড়া করার পর দ্বিতীয় ঘণ্টার শুরুতেই রান-আউটের সুযোগ এসেছিল। তবে সেই সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। এতে বেঁচে যান করুণারত্নে।

ইনিংসের ১৬তম ওভারে খালেদের প্রথম বলে পয়েন্টের দিকে ঠেলে দিয়ে প্রান্ত বদলের জন্য ছুটেন নিশান মাদুশকা। শুরুর দিকে করুণারত্নেও সাড়া দেন। তবে মাঝপথে গিয়ে আসন্ন বিপদ বুঝতে পারেন। এতে কিছুটা হালও ছেড়ে দিয়েছিলেন এই ওপেনার। কিন্তু দারুণ সুযোগ পেয়েও স্ট্যাম্প ভাঙতে পারেননি মিরাজ। এতে ১৮ রানে বেঁচে যান করুণারত্নে।

এরপর ইনিংসের ২২তম ওভারে আবারও বড় সুযোগ হাতছাড়া করে টাইগার শিবির। হাসানের বলে ফাইন লেগে ক্যাচ তুলেছিলেন করুণারত্নে। তবে সেখানে বল মুঠোবন্দি করতে পারেননি সাকিব আল হাসান। এতে এই ওপেনারও বেঁচে যান।

তবে উইকেটের ফায়দা তুলে নিয়ে ঠিকই রানের চাকা সচল রাখেন লঙ্কান দুই ওপেনার। দলীয় ৮৮ রানের সংগ্রহের পথে ইনিংসের ২৩তম ওভারেই ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ তুলে নেন মাদুশকা। ৮০ বলে ৬ চারে এই মাইলফলক স্পর্শ করেন এই ওপেনার।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে মাসফিয়ার ইতিহাস
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান
৫ বলে ওভার!
X
Fresh