• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২৪, ০৯:৫০
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নাগালের মধ্যে পেয়েও ভালো কিছু করতে পারেননি বাংলাদেশ। প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টাইগ্রেসরা।

এবার দুইদিন বিরতি দিয়ে সিরিজ রক্ষার ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজে ফেরার মিশনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জ্যোতি। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে স্বাগতিকেরা। অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে অজিরা। কিম গ্রাথের বদলে সফরকারীদের একাদশে এসেছেন সোফি মলিনিউ।

এদিকে বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজকে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কন্ডিশনে সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস একধাপ বাড়িয়ে রাখতে চায় অজিরা।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
এইচএসসি পাসেই পেট্রোলিয়াম করপোরেশনে চাকরি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
X
Fresh