• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আইসিসির মাস সেরার পুরস্কার হাতে পেলেন নাহিদা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২৪, ১৯:০৮
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

গত বছর ঘরের মাঠে এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে বল হাতে পারফরম্যান্স করে নভেম্বরের মাসের সেরার পুরস্কার জিতেছিল নাহিদা আক্তার। প্রায় তিন মাস পর এবার আইসিসির দেওয়া সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) মিরপুরের হোম অব ক্রিকেটে নাহিদার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।

পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

ঘরের মাঠে এবার টাইগ্রেসদের সামনে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার মিশন। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছে অজি মেয়েরা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়
চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলেই পুরস্কার
ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন
চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
X
Fresh