• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় ছক্কার রাজা গেইল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৭, ১২:৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন ক্রিস গেইল ছাড়া অপূর্ণ। চার আসরেই খেলেছিলেন তিনি। পঞ্চম আসর মাতাতেও ঢাকায় চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব।

আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রথম মৌসুমে বরিশালের হয়ে মাঠ মাতান গেইল। দ্বিতীয় আসরে খেলেন ঢাকার হয়ে। তৃতীয় মৌসুমে ফের বরিশালে ভেড়েন ছক্কার রাজা। আর গেলো আসরে চিটাগাং ভাইকিংসের জার্সি পরেন তিনি। এবার রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন টি-টোয়েন্টির কিং।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে গেইলের ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করে রংপুর কর্তৃপক্ষ।

শনিবার মাঠে নামবে উত্তরবঙ্গের দলটি। সেই ম্যাচেই তাকে দেখা যাবে। সঙ্গে থাকছেন টি-টোয়েন্টির আরেক মহাতারকা ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া মঙ্গলবার রংপুর স্কোয়াডে যোগ দেন লঙ্কান তারকা ব্যাটসম্যান কুশল পেরেরা।

রংপুরের এবার নতুন আইকন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে দলটি। জয় ১টিতে, হার ২টিতে। এতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে দলটি। এখন গেইল-ম্যাককালাম ভেড়ায় তাদের ভাগ্যের চাকা ঘুরে কি না তাই দেখার।

রংপুর রাইডার্স স্কোয়াড:

দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান।

বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি ও স্যাম হেইন।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
শামার জোসেফকে বিশ্বকাপেও চান গেইল
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
X
Fresh