• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডের বড় পরাজয়ে ফায়দা লুটলো ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২৪, ২০:২৮
ভারত
ছবি-সংগৃহীত

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ৩৬৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৭২ রানের বিশাল জয় পায় অজিরা। কিউইদের এমন পরাজয়ের ফায়দা লুটেছে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। এই টেস্টের আগে ৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষ ছিল কিউইরা। তাদের পয়েন্ট শতাংশ ৭৫। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানে হেরে ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীরা নেমে গেছে দুইয়ে। এখন তাদের পয়েন্টের শতাংশ ৬০-এ নেমে এসেছে।

অন্যদিকে ৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারত। তবে পয়েন্টের শতাংশে (৬৪.৫৮) এগিয়ে থাকায় শীর্ষে উঠে এসেছে রোহিত বাহিনী। আর অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন চতুর্থ ইনিংসে ছয় উইকেট তুলে নেওয়ার পর দুর্দান্ত জয় পাওয়া অস্ট্রেলিয়া আছে তিনেই। তাদের নামের পাশে যোগ হয়েছে ১২ পয়েন্ট। ৬৬ থেকে বেড়ে তাদের পয়েন্ট এখন ৭৮। পয়েন্ট শতাংশ ৫৫ থেকে বেড়ে এখন ৫৯.০৯।

সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে নিউজিল্যান্ডকে হটিয়ে দুইয়ে উঠে আসবে মাইটি অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে ৭ মার্চ ধর্মশালায় শুরু হতে যাওয়া টেস্টে যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়া উঠে আসবে শীর্ষে। আগামী ৮ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮৩ রান তোলে অজিরা। জবাব দিতে নেমে ১৭৯ রানে অলআউট হন স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে অজিরা ১৬৪ রান তুললে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। কিন্তু ১৯৬ রানে অলআউট হলে ১৭২ রানের বড় জয় পায় মাইটি অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্যোতির ফিফটিতেও রক্ষা পেল না টাইগ্রেসরা, এগিয়ে গেল ভারত
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
টস জিতে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ
X
Fresh