• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল-২০২৪

ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯
বিপিএল ২০২৪
ছবি : সংগৃহীত

চলমান বিপিএলে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বের দুই দেখায় একটি করে জয় পেয়েছে দল দুটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হয়েছে রংপুর-কুমিল্লা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর। আগের ম্যাচের চার বিদেশির মধ্যে একাদশে জায়গা পেয়েছেন শুধু জেমি নিশাম এবং বাদ পড়েছেন ইমরান তাহির, টম মুরাস ও ব্যান্ডন কিং।

এই ম্যাচে দিয়ে রংপুরের হয়ে চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নামছেন নিকোলাস পুরান ও ফজল হক ফারুকী। এ ছাড়াও একাদশে ফিরেছেন মোহাম্মদ নবী।

অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোহাম্মদ এনামুলের পরিবর্তে বিপিএলে অভিষেক হচ্ছে রোহানতদৌল্লাহ বর্ষণ। আর ম্যাথিউ ফোর্ডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জনসন চালর্স।

রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জেমি নিশাম ও মোহাম্মদ নবী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh