• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-খুলনা ম্যাচে দর্শকদের আক্ষেপ ঘুচবে?

স্পোর্টস ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৭, ১২:১৩

একদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের খেলা। আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টায়। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগাং ভাইকিংস। ম্যাচ দুটিই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিপিএলের পঞ্চম আসরের শুরুটা ভালো হয়নি ডায়নামাইটসের। প্রথম ম্যাচেই হোঁচট খায় দলটি। সেই ম্যাচে নবাগত সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় সাকিব বাহিনী। তবে দোর্দণ্ড প্রতাপে ফিরেছে তারকাখচিত দলটি। পরের ২ ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে তারা।

এবারের আসরের শুরুটা ভালো হয়নি খুলনা টাইটানসেরও। প্রথম ম্যাচেই হেরে যায় তারা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। তাদের ফিরে আসার গল্পটাও ঢাকার মতো। প্রথম ম্যাচে হারের পর পরের ২টিতেই প্রতিপক্ষদের নাকানিচুবানি খাইয়ে জয় ছিনিয়ে নিয়েছে তারা।

অর্থাৎ ৩টি করে ম্যাচ খেলে ২টিতে জয় নিয়ে এক বিন্দুতে রয়েছে ঢাকা-খুলনা। এদিন যে কারো এগিয়ে যাওয়ার সুযোগ।

এমন পরিস্থিতিতে দুই দলের ম্যাচটি দারুণ এক লড়াইয়ের বার্তা দিচ্ছে। তবে বিপিএলে এবার রুদ্ধশ্বাস ম্যাচ কমই দেখেছে দর্শক। ঢাকা-খুলনা ম্যাচে কি সেই আক্ষেপ ঘুচবে? শেষ পর্যন্ত সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh