• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপের আগেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
ছবি-সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটির আয়োজক বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা লড়বে। সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজের কারণেই মিরপুরে শ্রীলঙ্কা সিরিজের কোনো ম্যাচ রাখা হয়নি। সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে।

বিসিবির উইমেন্স উইংয়ের সূত্রে জানা গিয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কান হেড কোচ হাসান তিলকারত্নের অধীনে ক্যাম্প শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।


মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্রুতই নিউজ করবেন, টি-টোয়েন্টিতে ফিরেছে মিরাজ’
লঙ্কা সিরিজে ভরাডুবির কারণ জানালেন সুজন
মিরাজ কেন বাদ, জানালেন পাপন
বাংলাদেশি সিনেমার মস্কো জয় 
X
Fresh