• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আম্পায়ার্স কলের বিলুপ্তি চান স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১
স্টোকস
ছবি-সংগৃহীত

ক্রিকেটে রহস্যময় এক সিদ্ধান্ত ‘আম্পায়ার্স কল’। যেকোনো ম্যাচের ফল পাল্টে দিতে বেশ কার্যকর এই আম্পায়ার্স কল। এমনকি খেলার মাঠে অনেক বিতর্কের কারণও এই বিষয়টি।

এবার রাজকোট টেস্টে ৪৩৪ রানে পরাজয়ের স্বাদ নেওয়ার পর আম্পায়ার্স কল বাদ দেওয়ার দাবি জানালেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্ভাগ্যজনক এলবিডব্লিউ’র শিকার হন ইংলিশ ওপেনার জ্যাক ক্রোলি। এই নিয়ে টানা দুই ম্যাচে এমন ঘটনার শিকার হলেন এই ওপেনার।

এর আগে, বিশাখাপাটনাম টেস্টেও কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন ক্রোলি। রাজকোটে তাকে ফেরান জাসপ্রিত বুমরাহ। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্ট্যাম্পের সামান্য উপরে দিয়ে চলে যেত বল। কিন্তু আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে ইংলিশ ওপেনারকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

পরে জেফ ক্রোর কাছে এই আউটের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস। এরপর ম্যাচ শেষে এই বিষয়ে কথা বলেছেন স্টোকস।

স্টোকসের ভাষ্য, যখন ছবি পাওয়া গেল তখন আমরা শুধু জ্যাকের (জ্যাক ক্রোলি) এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা চাইছিলাম। রিপ্লেতে দেখা গেছে, বল পরিষ্কারভাবেই স্ট্যাম্প মিস করবে। ফলে যখন এটিকে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল স্ট্যাম্পে আঘাত করল না আমরা কিছুটা অবাক হয়েছিলাম এবং হক-আইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছিলাম।

ইংলিশ অধিনায়ক যোগ করেন, এখানে নম্বর না কী যেনর কথা বলা হয়েছিল। বলা হয়েছিল, এটা স্ট্যাম্পে আঘাত করবে; তবে ধারণাটা ভুল ছিল। আমি জানি না কী হয়েছে এখানে, তবে কিছুটা একটা ভুল হয়েছে।

স্টোকস জানান, এখানে যা ঘটেছে, তার জন্য আমি কাউকে দোষারোপ করছি না। এটির সঙ্গে ফলের কোনো যোগাযোগ নেই। মাঝেমধ্যে যখন কোনো সিদ্ধান্ত আপনার বিপক্ষে যাবে, তখন আসলে খারাপ লাগবে। আপনি চাইবেন যেন এগুলো আপনার পক্ষে যায়। মাঝেমধ্যে এগুলো যাবে, মাঝেমধ্যে আবার যাবে না।

এই অলরাউন্ডার আরও বলেন, আপনি সবসময় লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন। আম্পায়ারদের কাজটা অনেক কঠিন বিশেষ করে ভারতে যেখানে বল টার্ন করছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি বল স্ট্যাম্পে আঘাত করে; তাহলে তা স্ট্যাম্পে আঘাত করে ফেলেছে (হিটিং)। সত্যি কথা বলতে গেলে তাদের উচিত আম্পায়ার্স কল সরিয়ে নেওয়া। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। কারণ, এখানে মনে হবে যে আমরা চেঁচামেচি করছি এবং বলতে চাইছি যে এই কারণেই আমরা টেস্ট ম্যাচ হেরেছি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনও সিরিজ জয়ের আশা স্টোকসের
X
Fresh