• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

এবারের বিপিএলের মানে খুশি মঈন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫
মঈন আলী
ছবি- সংগৃহীত

অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ভিড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কিছুটা খাটো করেই দেখা হয়। তবে এবার ঘরোয়া এই টুর্নামেন্টকে ঢেকে সাজিয়েছে বিসিবি। যার ফলও হাতেনাতে পেয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। এবারের বিপিএলে খুশি বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারও বিপিএল মাতাচ্ছেন মঈন। চলতি বিপিএলের মান ও আয়োজন নিয়ে বেশ সন্তুষ্ট তিনি।

মঈনের ব্যাখ্যা, এ বছর বেশ ভিন্ন। অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। ভালো মানের বিদেশিরা আছে। তাতে দলগুলোও শক্তিশালী হয়ে উঠেছে। এভাবেই লিগ আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের ভালো যত্নআত্তি করা হচ্ছে। উইকেটও ভালো। এভাবেই ভালো খেলোয়াড়রা আসতে আগ্রহী হয়।

মঈন যোগ করেন, তুমি যত টাকা দিবে, তত বেশি মানুষ পাবে। আবার শুধু টাকাই সব না। বলব না সবাই টাকার জন্য আসে। তবে এখন অনেক খেলা। যে যেখানে বেশি টাকা পাবে, সেখানেই যেতে চাইবে। আপনাকে খেলোয়াড় হিসেবে সতর্ক হতে হবে। সব জায়গায় দৌড়লে হবে না, বিশ্রামেরও দরকার আছে।

তবে মঈনের বিশ্বাস, ভেন্যুও দিনশেষে বড় একটি বিষয় অংশগ্রহণকারীদের কাছে। আর বাংলাদেশ সেদিক থেকে এগিয়েই থাকে।

ইংলিশ তারকার মন্তব্য, আমরা চাইলেই যেতে পারি। খেলা নিয়ে কোনো সমস্যা নেই। কোনো জায়গা অনেক সুন্দর কোনো জায়গা আবার বোরিং। বাংলাদেশ দারুণ। বেশিরভাগ খেলোয়াড়ের কাছেই বাংলাদেশ দারুণ জায়গা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক : মঈন খান
মঈন খানের বাসায় এবার জার্মান ও সুইস রাষ্ট্রদূত
মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ 
X
Fresh