• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

পিএসএল মাতাবেন চার টাইগার

স্পোর্টস ডেস্ক

  ১২ নভেম্বর ২০১৭, ২০:৩৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ও পাকিস্তানি ৫০১ জন ক্রিকেটার নিয়ে প্লেয়ার ড্রাফ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে টি-টোয়েন্টির এ জমকালো আয়োজন মাতাবেন চার ক্রিকেটার। তৃতীয় আসরে ওপেনার তামিম ইকবালকে ফের দলে ভিড়িয়েছে আগের দল পেশোয়ার জালমি। আর তরুণ পেস তারকা মুস্তাফিজুর রহমানকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স।

রোববার লাহোরে অনুষ্ঠিত পিএসএলের প্লেয়ার ড্রাফটে যোগ দেন ছয়টি দলের কর্তাব্যক্তিরা। দলগুলো হলো পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটরস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, করাচি কিংস ও মুলতান সুলতানস।

তামিম ও মুস্তাফিজ দুইজনই ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রাখে পেশোয়ার। গেলো আসরে তামিম এ দলটির হয়েই খেলেছিলেন। তাকে ছেড়ে দিয়ে ফের দলে নেয়া হলো আজ।

দ্বিতীয় আাসরের মাঝ পথেই বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে উড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেইবার কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলেছিলেন স্পিনিং এ অলরাউন্ডার। সুযোগ পেয়েই মাঠে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছিলেন তিনি। ব্যাট-বোল-আর ফিল্ডিংয়ের অসাধরাণ নৈপুণ্যের কারণে এবারো রিয়াদকে আগলে রেখেছে দলটি।

এক নজরে পাকিস্তান সুপার লিগের ছয় দল

পেশওয়ার জালমি:

পাকিস্তানি:

মোহাম্মদ হাফিজ, ওয়াব রিয়াজ, কামরান আকমাল, হাসান আলী, হারিস সোহেইল, মোহাম্মদ আসগর, হামাদ আজম।

বিদেশি:

তামিম ইকবাল, ড্যারেন সামি ( অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, ক্রিস জরডান।

কোয়েটা গ্লাডিয়েটর্স:

পাকিস্তানি:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলী, মীর হামজা, উমর আমীন, রাহাত আলী।

বিদেশি:

মাহমুদউল্লাহ রিয়াদ, শেন ওয়াটসন, কেভিন পিটারসন, রিলে রশো, কার্লোস ব্রার্থওয়েইট।

লাহর কালান্দার

পাকিস্তানি:

উমর আকমল, ফখর জামান, ইয়াসির শাহ, সোহাইল খান, আমের ইয়ামিন, বিলওয়াল ভাট্টি, বিলাল আসিফ

বিদেশি:

মুস্তাফিজুর রহমান, সুনীল নারায়ণ, ব্র্যান্ডন ম্যাককুলাম (অধিনায়ক), কেমেরন দেলপোর্ত, ক্রিস লিন।

করাচি কিংস:

পাকিস্তানি:

শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম (অধিরনায়ক), বাবর আজম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিওয়ান, উসামা মীর, খুররাম মানজুর।

বিদেশি:

রবি ভোপারা, কলিং ইনগ্রাম, লুক রাইট, মিশেল জনসন।

ইসলামাবাদ ইউনাইটেড:

পাকিস্তানি:

মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ সামি, রুম্মান রইস. শাদাব খান, ইফতেখার আহমেদ, আহমেদ বাট, আসিফ আলী, ফাহিম আশরাফ।

বিদেশি:

আন্দ্রে রাসেল, স্যামুয়েলে বদ্রি, জেপি ডুমিনি, লুক রনকি।

মুলতান সুলতানস

পাকিস্তানি:

শোয়েব মালিক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সোহেইল তানভীর, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, কাশিফ ভাট্টি, ইরফান খান, শোয়েব মাকসুদ।

বিদেশি:

কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, ইরান তাহির, ড্যারেন ব্রাভো।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির
মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়
পিএসএল রেখে আম্বানির ছেলের বিয়েতে পোলার্ড
পিএসএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh