• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত সময়ের নাটকীয়তায় পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮
রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগায় শীর্ষে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াদ মাদ্রিদ। এবার শিরোপা জয়ের লড়াইয়ে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জিরানোর। এর মধ্যেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা। ১-১ গোলে ড্র করেছে দুই দল।

রোববার (৪ ফেব্রুয়ারি) ম্যাচ শুরুর খানিক আগেই অনেক বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। ওয়ার্ম-আপ করার সময় কাঁধে ব্যথা অনুভব করেন দলের সবচেয়ে গতিময় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফলে বাধ্য হয়েই তাকে বেঞ্চে রেখে খেলতে নামে দলটি।

তবে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথম পাঁচ মিনিটেই গোলের উদ্দেশ্যে তিনটি শট নেয় তারা, যদিও কোনোটিতেই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কঠিন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

তবে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। তারা যে পিছিয়ে পড়ে, লুকাস ভাসকেস চেষ্টা করেন জুড বেলিংহ্যামকে খুঁজে নেওয়ার, কিন্তু প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল পেয়ে যান ব্রাহিম দিয়াস। ঠান্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে গোলরক্ষকের সামনে চিপ শটে বল জালে পাঠান ভিনিসিয়ুসের জায়গায় খেলতে নামা দিয়াস।

পিছিয়ে পড়ার তিন মিনিট রিয়াল শিবিরে ভীতি ছড়ায় আতলেতিকো। তবে মিডফিল্ডার অ্যালেক্স উইটসেলের হেড লাফিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দিয়াস-বেলিংহ্যামরা।

দ্বিতীয়ার্ধের মাঠে নেমে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে গ্রিজম্যানরা। তৃতীয় মিনিটে গ্রিজম্যানের কর্নারে দারুণ হেডে পেছনের পোস্ট দিয়ে জালে বল জড়ান স্তেফান সাভিচ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি, অফসাইডে ছিলেন সাউল নিগেস।

৬১তম মিনিটে আতলেতিকো কোচ একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। একটু একটু করে খেলার গতি বাড়তে থাকে। ভিনিসিয়ুসকেও দেখা যায় ওয়ার্ম-আপ করতে।

৬৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে যায় রিয়াল। তবে রদ্রিগোর জোরাল শট রুখে দেন আতলেতিকো গোলরক্ষক। আট মিনিট পর গোল খেতে বসেছিল রিয়াদ তবে গ্রিজম্যানের ব্যকহিল পা দিয়ে রুখে দেন লুনিন।

১-০ তে এগিয়ে থেকে যখন জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, তখন মেম্ফিস ডিপাইয়ের হেড পাস ডি-বক্সে পেয়ে হেডেই ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োরেন্তে। শুরু হয়ে যায় আতলেতিকোর বাঁধভাঙা উল্লাস, খানিক বাদেই শেষের বাঁশি এবং তাদের উদযাপন পায় নতুন মাত্রা।

লিগ টেবিলে ২৩ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
X
Fresh