• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

জোসেলুর জোড়া গোলে লা লিগার শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭
রিয়াল মাদ্রিদ
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইটা মূলত দুই দলের মধ্যে। এর একটি রিয়াল মাদ্রিদ হলেও অন্যটি বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদ নয়। মূল লড়াইটা রিয়াল ও জিরোনার মধ্যে চলছে। এবার একচেটিয়া আধিপত্যের ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে এস্তাদিও কলিজিয়ামে গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন জোসেলু।

ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। একপর্যায়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় মাদ্রিদ পরাশক্তিরা।

ম্যাচের ১৪তম মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার জোসেলুর গোলে এগিয়ে যায় রিয়াল। কাছাকাছি জায়গা থেকে হেডে লক্ষ্যভেদ করেন জোসেলু। শেষ পর্যন্ত আর কোনো গোল ছাড়া শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল আদায় করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন জোসেলু।

এই ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে রিয়ালে অবস্থান শীর্ষে। ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে জিরোনা। এ ছাড়াও ৪৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ তিনে ও বার্সেলোনা রয়েছে চতুর্থ স্থানে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
রাত ১১টার পর চায়ের দোকান বন্ধ করার নির্দেশ
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে মাসফিয়ার ইতিহাস
X
Fresh