• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ শুরু শুক্রবার

স্পোর্টস ডেস্ক:

  ০৯ নভেম্বর ২০১৭, ২৩:০৮

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশ, মালয়েশিয়াসহ আটটি দল অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কুয়ালালামপুরের ইস্তানা হোটেলে এসিসির প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী আট দলের অধিনায়কদের পরিচয় করিয়ে দেয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান এই আসরে ভালো কিছু করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

দু’গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে এবারের যুব এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপের অন্য সদস্যরা হল- ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়া। অন্য গ্রুপে রয়েছে- শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও পশ্চিম অঞ্চলের চ্যাম্পিয়ন দল।

বাংলাদেশ দলের ম্যানেজার দেবব্রত পাল জানান, তারা সেমিফাইনাল জয়ের উদ্দেশ্যে এই টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ই নভেম্বর নেপালের বিপক্ষে কিনরারা ক্রিকেট গ্রাউন্ড এ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে যারা রয়েছেন:

মোহাম্মদ সাইফ হাসান(অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব(সহ-অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম ভুঁইয়া, মোহাম্মদ রাকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নাইম শেখ, শাকিল হোসেন।

এএ/কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
X
Fresh