• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

তামাই ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

আরটিভি ডেস্ক

  ২০ জানুয়ারি ২০২৪, ১৭:০৯

‘একসাথে আগামী পথে’ এই স্লোগান সামনে রেখে রাজধানীতে তামাই ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলোব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বার্ষিক পিকনিক।

শুক্রবার (১৯ জানুয়ারি) উত্তরার বাংলাদেশ ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অংশগ্রহণ করে মোট ১৬টি দল। এর মধ্যে চূড়ান্ত পর্বের ফাইনালে উত্তীর্ণ হয় ২টি দল।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিশাদ মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কিজো গ্রুপের পরিচালক ডেবিট জো। বিশেষ অতিথি ছিলেন তামাই ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির রিফাত।

প্রধান অতিথি ডেবিট জো টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থের চেক প্রদান করেন। পুরস্কার বিতরণী শেষে র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

র‍্যাফেল ড্র এর আমেজ ও সুন্দর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন খেলোয়াড়, ক্লাবের সদস্য সহ দর্শকরা।

সিরাজগঞ্জের তামাই থেকে টূর্ণামেন্ট ও পিকনিকে অংশগ্রহণ করা আলী হাসান ও আজরিন জানান, তামাই ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিকনিক আয়োজন আমাদেরকে আনন্দিত করেছে। ভবিষ্যতে তামাই ক্লাব খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রে একান্ত সহকারী সচিব ও তামাই ক্লাবের সভাপতি রিশাদ মোর্শেদ জানান, তামাই ক্লাব বিভিন্ন সময় তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এই আয়োজন।

প্রসঙ্গত, তামাই ক্লাব লিমিটেড ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। খেলার মাধ্যমে তরুণদের উৎসাহ উদ্দীপনার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছে তামাই ক্লাব লিমিটেড।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
দ্য হানড্রেড টুর্নামেন্টে সাকিব-তামিমসহ দল পাননি যেসব ক্রিকেটার
X
Fresh