• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সিলেটের জয়ের হ্যাটট্রিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ২৩:২১

ক্যাপ্টেন হিসেবে জয়ের হ্যাটট্রিক গড়লেন নাসির হোসেন। সেই সঙ্গে সিলেট সিক্সার্সও। এবারের বিপিএলে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে সিলেট। যদিও দলটিকে নিয়ে কারো তেমন মাথাব্যথা ছিল না। তবে ইতোমধ্যেই সব দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তারা।

আগের দুটি ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে এসে টস ভাগ্যে হেরে যায় সিলেট। ব্যাটসম্যানদের দাপটে রাজশাহী কিংসের সামনে পাহাড়সম রান দাঁড় করিয়েছেন তারা।

নাসিরের দলের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে সিলেট।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন সিলেটের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার আর উপুল থারাঙ্গা। নিজেদের আগের দুই ম্যাচেও সিলেটকে উড়ন্ত সূচনা দিয়েছিলেন এই দুই ওপেনার। ওপেনিং জুটি থেকে এই ম্যাচে তারা তুলে নেন ১০১ রান। রানআউট হয়ে বিদায় নেন আন্দ্রে ফ্লেচার। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় তিনি করেন ৪৮ রান।

ওপেনার থারাঙ্গা দলীয় ১০৫ রানের মাথায় বিদায় নেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে করেন ৫০ রান। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। এ নিয়ে তিনি টানা তিনটি অর্ধশত করলেন। তিন নম্বরে নামা সিলেটের আইকন সাব্বির রহমান ১৪ বলে ১৬ রান করেন সাজঘরে ফেরেন। দানুসকা গুনাথিলাকা রানের চাকা সচল রেখে ২২ বলে দুটি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকিয়ে করেন ৪২ রান। লিয়াম প্লাংকেট ৬ রানে বিদায় নেন। রস হোয়াইটলি ব্যাটে ছোট ঝড় তুলে ১১ বলে ১টি চার ও ৩টি ছক্কায় করেন অপরাজিত ২৫ রান। নুরুল হাসান কোনো রান না করেই বিদায় নেন শেষ ওভারে। ৫ রানে অপরাজিত থাকেন আবুল হাসান।

এদিন রাজশাহীর সেরা বোলার কেসরিক উইলিয়ামস। তিনি শিকার করেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও জেমস ফ্রাঙ্কলিন।

২০৬ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটসম্যান লুক রাইট ও মুমিনুল হক ৫ ওভারেই দলীয় অর্ধশত পূরণ করেন। মুমিনুলকে (২৪) নাসিরের ক্যাচ বানিয়ে রাজশাহী শিবিরে প্রথম আঘাত হানেন প্লাঙ্কেট। একই ওভারে সাব্বিরের ক্যাচ বানিয়ে রনিকে (০) রানে ফেরান তিনি। উইকেটে থিতু হয়ে বসার আগেই আবুল হাসানের জোড়া আঘাত। তার বলে সাব্বিরের দুর্দান্ত ক্যাচে মুশফিকের (১১) পর কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন সামিত প্যাটেল (০)। দলীয় ১৩৩ রানে পঞ্চম উইকেট হিসেবে আউট হন ওপেনার রাইট (৫৬)। তার আগে ৪ ছয় ও ৩ চারে ৩৯ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। আউট হওয়ার আগে জেমস ফ্র্যাঙ্কলিনকে নিয়ে ৫৪ রানের কার্যকরী জুটি গড়েন রাইট। তবে প্লাঙ্কেট ও আবুল হাসানের ক্ষুরধার বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানে গিয়ে শেষ হয় রাজশাহী কিংসের ইনিংস।

সিলেটের পক্ষে লিয়াম প্লাঙ্কেট ও আবুল হাসান ৩টি এবং কামরুল ইসলাম রাব্বি ১ উইকেট লাভ করেন।

স্কোরকার্ড
সিলেট সিক্সার্স :

২০ ওভার ২০৫/৬ (উপুল থারাঙ্গা ৫০, আন্দ্রে ফ্লেচার ৪৮, সাব্বির রহমান ১৬, দানুসকা গুণাথিলাকা ৪২, রস হুইটলি ২৫*, লিয়াম প্লাঙ্কেট ৬, নুরুল হাসান সোহান ০, আবুল হাসান ৫*; ফরহাদ রেজা ১/৪১, কেসরিক উইলিয়ামস ২/৩৯, হোসেন আলী ০/৩৬, মেহেদী হাসান মিরাজ ০/২০, সামিত প্যাটেল ০/২৫, জেমস ফ্র্যাঙ্কলিন ১/৩৮)

রাজশাহী কিংস :
২০ ওভার ১৭২/৮ (লুক রাইট ৫৬, মুমিনুল হক ২৪, রনি তালুকদার ০, মুশফিকুর রহিম ১১, সামিত প্যাটেল ০, জেমস ফ্র্যাঙ্কলিন ৩৫, ড্যারেন স্যামি ৯, ফরহাদ রেজা ১৫*, মেহেদী হাসান মিরাজ ৮, কেসরিক উইলিয়ামস ১*; নাসির হোসেন ০/৩৩, কামরুল ইসলাম রাব্বি ১/৫৪, তাইজুল ইসলাম ০/৩১, আবুল হাসান ৩/২২, লিয়াম প্লাঙ্কেট ৩/২৯)

ফলাফল: সিলেট সিক্সার্স ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দানুসকা গুণাথিলাকা (সিলেট সিক্সার্স)।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
X
Fresh