• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

সুপার কাপের ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৪, ১৩:২৭
বার্সা
ছবি- সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে শিরোপা ধরে রাখার মিশনে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। এতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের দল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রিয়াদের আল-আওয়াল পার্কে শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে আক্রমণে ধারহীন ছিল বার্সেলোনা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।

ম্যাচের ২৮তম মিনিটেও সুযোগ হারান সের্হিও রবার্তো। কুন্দের বাড়িয়ে দেওয়া পাস থেকে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি। এতে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে ইকে গুন্দোয়ানের থ্রু-বল থেকে অচলাবস্থা কাটিয়ে বার্সাকে লিড এনে দেন রবার্ত লেভানদোভস্কি।

এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় বার্সা, তবে গোলের দেখা মেলেনি।

ইনজুরি টাইমে জোয়াও ফেলিক্সের পাস থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লামিলে ইয়ামাল। এতে সুপার কোপায় সবচেয়ে কম বয়সী হিসেবে গোল করার রেকর্ড গড়েন ইয়ামাল।

উল্লেখ্য, রোববার (১৪ জানুয়ারি) ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
‘জাভির থেকে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত’
অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ
X
Fresh