• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

আফগান সিরিজ জয়, সাকিবদের রাষ্ট্রপতির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২৩, ১০:০৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ দল। যার সুবাদে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে আফগানরা। এরপর ডিএলএস পদ্ধতিতে ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।

এক শুভেচ্ছা বার্তায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় করায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সাথে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপসহ ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারে প্রথমবার সিরিজ হারের পর অবশ্য শেষ ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। তাতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ খোয়াই বাংলাদেশ। এর আগে ঢাকায় একমাত্র টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত টাইগারদের
সিরিজ জয়ের মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
X
Fresh