• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৩, ২০:৫৫

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিকশিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

দেশের ৮ বিভাগের ১৮০ জন অটিস্টিক ছেলে-মেয়ে অংশ নেয় এ প্রতিযোগিতায়। দৌড়, ফুটবল, বৌচি, বল থ্রো, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনসহ মোট ২৬ টি ইভেন্টে অংশ নেয় খেলোয়াড়রা। এবারের আসরে দেশের বাছাইকৃত সেরা অটিস্টিক খেলোয়াড়রা অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মেডেলসহ প্রাইজবন্ড পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

খেলা শেষে বিকেলে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh